সাভারের আশুলিয়ায় গ্যাস সরবরাহ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার ভোরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের হুমায়নের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের চার জন হলেন আউয়াল হোসেন (৩৫), আরফিয়া (১০) হাকিম মিয়া (৪০) ও আদুরি বেগমসহ (২৭) ৬ জন । তাদের গ্রামের বাড়ি সৈয়দপুরে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই এলাকার হুমায়ুনের একতলা বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ততক্ষণাৎ তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হলে তাদের চারজনকেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বাথরুম থেকে সৃষ্ট বায়োগ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানাবেন তারা।