ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় মোবাইলে এমবি কেনার টাকা না পাওয়ায় এক কিশোরের আত্মহত্যার চেষ্টা
Published : Wednesday, 2 June, 2021 at 6:21 PM
ব্রাহ্মণপাড়ায় মোবাইলে এমবি কেনার টাকা না পাওয়ায় এক কিশোরের আত্মহত্যার চেষ্টা ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ২জুন বুধবার সকালে এমবির টাকা না পাওয়ায় সিয়াম (১৩) নামের এক কিশোর আত্মহত্যার চেষ্টা করে। 

পরিবার সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া  উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ সিয়াম (১৩) অনলাইন গেমস "ফ্রি ফায়ার" খেলার জন্য তার মায়ের কাছে এমবির টাকা চায়। তার মা তাকে এমবির টাকা দিতে আপত্তি জানালে রাগেবও অভিমানে সিয়াম ঘরে থাকা ফসলে দেয়ার কীটনাশক খেয়ে ফেলে। এসময় তাকে এলাকাবাসীরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে সিয়ামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

সিয়ামের মা প্রতিনিধিকে বলেন, আমার ছেলে দীর্ঘদিন যাবত অনলাইনে গেমস খেলে। পড়াশোনাও করে না। সারাদিন মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত থাকে। প্রায় দিনই এমবির টাকা চেয়ে বিরক্ত করে। আজকেও আমার কাছে এমবি কেনার জন্য টাকা চেয়েছিল।  আমি টাকা দিতে আপত্তি করলে সে আমাদের অগোচরে জমিতে দিতে আনা ঘরে রাখা কীটনাশক খেয়ে ফেলেছে।