কক্সকবাজারের টেকনাফে বজ্রপাতে মো. বেলাল (৩০) নামের এক জেলের মৃত্য ঘটেছে। বুধবার (২ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় বজ্রপাতে জেলের মৃত্যু হয়। সে কাঞ্জরপাড়া এলাকার কবির আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, মৎস্য ঘেরে প্রতিদিনের মতো সকালে মো. বেলাল মাছ শিকারে যান। চিংড়ি ঘেরে কেবল মাছ শিকার শুরু করে এ সময় বজ্রপাতের কবলে পড়েন বেলাল। সাথে সাথে মৃত্যুরকোলে ঢলে পড়েন। স্থানীয়রা এগিয়ে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসেন।
প্রতিবেশী মো. শাহজালাল জানান, বেলাল পেশায় একজন জেলে। তিনি নাফনদী সংলগ্ন চিংড়ি ঘেরে মাছ শিকার করতেন। এছাড়া কিছুদিন আগে বেলাল বিয়ে করেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরুল আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বেশি ঝড় বাতাস ছিলো। এ সময় বেলাল মাছ শিকার করতে গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।