ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চার ধাপে মাউশির ৪ হাজার কর্মচারী নিয়োগ পরীক্ষা
Published : Thursday, 3 June, 2021 at 12:00 AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮টি পদে চার হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়া হবে। চারটি ধাপে এ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে।
তবে সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরীক্ষা শুরু করা হবে বলে মাউশি থেকে দাবি করা হয়।
মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব মো. রুহুল মমিন স্বাক্ষরিত নোটিশে পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে। কিন্তু কী কারণে তা স্থগিত করা হয়েছে, সেটা উল্লেখ করা হয়নি।
তবে মাউশির একটি সূত্র বলছে, হঠাৎ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে একবার এ পরীক্ষার তারিখ দিয়েও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি।
পরীক্ষা স্থগিত করার নোটিশে বলা হয়, ২০২০ সালের ২২ অক্টোবর প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নিয়োগ বিজ্ঞপ্তির ক্যাশিয়ার, স্টোর কিপার (পদকোড : ৩১৮ ), ক্যাশিয়ার (পদকোড : ৩২০) এবং স্টোর কিপার (পদকোড : ৩২১) পদে আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
উল্লিখিত পদসমূহের পরীক্ষার পুনর্নিধারিত তারিখ ও সময় পরবর্তীতে প্রার্থীদের মোবাইলে এসএমএস প্রদানসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
জানা গেছে, গত বছর অক্টোবর মাসে বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষা অফিস এবং সরকারি স্কুল-কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৮টি পদের বিপরীতে চার হাজার ৩২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি। এসব পদের নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। এরই মধ্যে এসব পদের জন্য প্রায় ৯ লাখ আবেদন জমা পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত নভেম্বর থেকে মাউশি অধিদফতরের একটি সিন্ডিকেট অবৈধ উপায়ে এসব পদে নিয়োগের উদ্দেশে আর্থিক লেনদেন শুরু করে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আঁচ করার পর গত বছরের ১৫ ডিসেম্বর মাউশি অধিদফতর থেকে সতর্কতা জারি করা হয়।
জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব মো. রুহুল মমিন বলেন, আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় চারটি ধাপে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কেউ যেন প্রতারিত না হয় এ জন্য আমরা সর্তককিরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। যেহেতু এখনো নিয়োগের লিখিত পরীক্ষা হয়নি তাই এটি নিয়ে কোনো ধরনের প্রতারণা করার সুযোগ নেই।
তিনি বলেন, বর্তমানে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় সেখানে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এখন পরীক্ষা নেয়া হলে তারা আসতে পারবে না। সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথম ধাপের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।