বজ্রপাতে বাড়ছে মৃত্যু, সতর্ক হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের
Published : Thursday, 3 June, 2021 at 12:00 AM
দেশে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে আহত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি মাসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বুধবার (২ জুন) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তৃতাকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বজ্রপাতে এমন অকাল মৃত্যু মোটেই কাম্য নয়। এ জন্য ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতকর্তা মেনে চলতে হবে।’
ডা. নাজমুল ইসলাম বলেন, ‘ঝড় ও বৃষ্টির সময় কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। বিদ্যুৎ সরবরাহ খুঁটির কাছাকাছি না থাকা, ঘরে টেলিভিশনসহ অন্যান্য বৈদ্যুতিক সংযোগ খুলে রাখা, গাছের নিচে আশ্রয় গ্রহণ না করাসহ সতকর্তা মেনে চললে বজ্রপাতে অকাল মৃত্যু রোধ করা সম্ভব।’