চান্দিনায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত মাঠ পরিদর্শন ও অন্তর্বর্তীকালীন ফলাফল আলোচনা
Published : Thursday, 3 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ‘পুষ্টি সংবেদনশীল কৃষির জন্য টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় মাঠ পরিদর্শন ও অন্তর্বর্তীকালীন ফলাফল আলোচনা অনুষ্ঠান হয়।
বুধবার (২ জুন) চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান।
এতে চান্দিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. তৈয়বুর রহমান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ কামাল হোসাইন, কুমিল্লার আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মো. মুশিউল ইসলাম, জাতীসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট কৃষিবিদ প্রফেসর ড. পরিমল কান্তি বিশ^াস, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট ঢাকা এর কেন্দ্রীয় গবেষণাগার এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. লুৎফর রহমান। চান্দিনায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড এসিসট্যান্ট মো. এনায়েত উল্ল্যাহ রাফি।
বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায় এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আমেনা বেগম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রোগ্রাম সাপোর্ট এসিসট্যান্ট কৃষিবিদ খাদিজাতুল কোবরা, কৃষক প্রতিনিধি ফারুক হোসেন, মো. সোহেল। সভায় এনএআরএস ভুক্ত গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, এসএএও কৃষক-কৃষাণীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।