লকডাউনে থেমে নেই সরকারি আইনি সহায়তা
Published : Thursday, 3 June, 2021 at 12:00 AM
মোঃ হৃদয় হোসেন (২০), একজন দরিদ্র পরিবারের সন্তান। কোনরকমে দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একটি মোবাইল দোকানে ১লক্ষ টাকা চুরির মামলায় তাকে গত ২৭/০৩/২০২১ইং সন্দেহভাজন আসামী হিসাবে গ্রেফতার করা হয়। এজহারে কোন নাম নেই। আসামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নাই। ১নং আসামী ১৬৪ জবানবন্দীতে উক্ত আসামীর নাম উল্লেখ করে নাই। কোরোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করলেও অসহায় মানুষদেও বিনামূল্যে আইনি সেবা থেকে বঞ্চিত করেনি সরকারি আইনগত সহায়তা কার্যক্রম। লকডাউনের মধ্যেই কারাগার থেকে গত জেলা লিগ্যাল এইড অফিসে হৃদয়ের জন্য আইনগত সহায়তা চেয়ে আবেদন প্রেরণ করা হয়। জেলা লিগ্যাল এইড অফিস সত্ত্বর ব্যবস্থা নিয়ে তার পক্ষে সরকারি খরচে প্যানেল আইনজীবী নিয়োগ করে দেয়। পরবর্তীতে জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী জেলা ও দায়রা জজ মহোদয়ের আদালত হতে তাকে জামিনে মুক্ত করেন এবং তার পক্ষে মামলা পরিচালনা করছেন। বর্তমানে তিনি আবার কাজ করে জীবিকা নির্বাহ করছেন এবং পরিবারের সাথে ভালো আছেন।
বিগত এপ্রিল থেকে লকডাউনের মধ্যে ৩৪ জন অসহায় বিচারপ্রার্থীদের পক্ষে মামলা পরিচালনার জন্য সরকারি খরচে প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়।