ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাতিজার রডের আঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু
Published : Saturday, 5 June, 2021 at 12:00 AM, Update: 05.06.2021 1:56:03 AM
ভাতিজার রডের আঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে বৃষ্টির পানি নিস্কাশন নিয়ে দ্বন্দের জের ধরে ভাতিজার রডের আঘাতে চাচা নুরু মিয়ার (৭৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় জড়িত অলি উল্লাহকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টি এলে ভাতিজা অলি উল্লাহর ছাদের পানি নিহত নূরু মিয়ার বসত বাড়িতে পড়ে। এতে নুরু মিয়ার বাড়ীর মাটি ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানি নামার জন্য ভাতিজাকে পাইপের কথা বললে সে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চাচা নুরু মিয়া ও ভাতিজা অলি উল্লাহ এবং রহমত উল্লাহর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যয়ে ভাতিজা অলি উল্লাহ বসত ঘর থেকে লোহার রড এনে জানালা দিয়ে চাচা নুরু মিয়ার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে। তখন এলাকাবাসী ও পরিবারের লোকজন উদ্ধার পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরু মিয়া দিলালপুর গ্রামের নিহত চাঁন মিয়ার ছেলে।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাতিজা অলি উল্লাহকে (৩০) আটক করেছে। সে নিহত নুরু মিয়ার চাচাত ভাই আলী আকবরের ছেলে। উক্ত ঘটনায় নিহতের মেয়ে হনুফা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মামলা করেছে।