Published : Saturday, 5 June, 2021 at 12:00 AM, Update: 05.06.2021 1:56:13 AM
পরিকল্পনামন্ত্রী
এম এ মান্নান’র ছিনতাই হওয়া মোবাইলটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে
ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের
উপ-পুলিশ কমিশনার আসম মাহাতাব উদ্দিন। শুক্রবার (৪ জুন) রাতে তিনি বাংলা
ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ না পেলেও তার পাশে থাকা
সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্ত হওয়া
ছিনতাইকারী বিজয় সরণি সিগন্যাল এলাকায় ফুল বিক্রি করতো এবং সিগনালে পড়া
গাড়িগুলো মুছে দিত।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই বিজয় সরণি এলাকা থেকে
লাপাত্তা হয়ে যায় এই ছিনতাইকারী। সে একজন মাদকসেবী। বিভিন্ন তথ্য
পর্যালোচনা করে দ্রুত তাকে গ্রেফতার করতে মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। তার
নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। সে রাস্তার পাশে স্থাপিত উড়োজাহাজ ভাস্কর্যের
নিচে ঘুমাতো।
এর আগে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন চিহ্নিত
ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি তার অবস্থান
সম্পর্কে আমরা নিশ্চিত হতে কাজ করছি।
এর আগে গত রবিবার পরিকল্পনা
মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণি সিগনালের জ্যামে আটকা পরে
পরিকল্পনামন্ত্রীর বহনকারী গাড়িটি। এসময় তিনি গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা
বলছিলেন। হঠাৎই এক ছিনতাইকারী ছো মেরে মোবাইলটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পর
পরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি
মামলা দায়ের করেন।