Published : Tuesday, 8 June, 2021 at 12:00 AM, Update: 08.06.2021 1:15:30 AM
মাসুদ আলম।।
নিয়মিত আদালত চালুর দাবীতে কুমিল্লায় মানববন্ধন করেছে কুমিল্লার আইনজীবীরা। সোমবার (৭ জুন) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, ভার্চুয়াল আদালতের কারণে আইনজীবীরা আর্থিকভাবে খুবই সংকটে আছেন। বিচার প্রার্থীরাও ভোগান্তিতে রয়েছেন। বিচার বিভাগ, আইনজীবি ও বিচার প্রার্থীদের স্বার্থে অবিলম্বে ভার্চুয়াল কোট বন্ধ করার দাবি জানিয়ে তারা বলেন চলমান ভার্চুয়াল পদ্ধতির সাথে অনেক সিনিয়র ও প্রবীন আইনজীবী নিজেদের খাপ খাওয়াতেও পারছেন না। এতে অনেকেই মানবেতর দিন কাটাচ্ছেন। করোনা পরিস্থিতিতে বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে এবং আইনজীবীদের জীবন-জীবিকা সচল করতে ভার্চুয়াল আদালত পদ্ধতির পরিবর্তে নিয়মিত আদালত চালুর জোর দাবি জানান নেতৃবৃন্দ। নিয়মিত আদালত চালু করা না হলে আইনজীবীদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মো. শহীদুল্লাহ, সাবেক সভাপতি এডভোকেট ইসমাইল মিয়া, এডভোকেট খন্দকার মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, সৈয়দ নুরুল রহমান, আতিকুল ইসলামসহ আরো অনেকে।