ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মজুদ আছে ১৫০০ টন লিকুইড অক্সিজেন 
Published : Tuesday, 8 June, 2021 at 12:00 AM, Update: 08.06.2021 1:16:12 AM
মজুদ আছে ১৫০০ টন লিকুইড অক্সিজেন  তানভীর দিপু :
বর্তমানে ১৫০০ টন লিকুইড(তরল) অক্সিজেন মজুদ আছে। এছাড়া ৪০টি অক্সিজেন জেনারেটর আনা হচ্ছে, আশা করি আগামী মাসেই এগুলো পাওয়া শুরু হবে। এসব এক একটি অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০ মিলি লিটার অক্সিজেন উৎপাদন করতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. এবিএম খুরশীদ আলম।
তিনি জানান, যদি ভারতীয় ভ্যারিয়েন্ট করোনার তৃতীয় ঢেউ সৃষ্টি করে তাহলে পুরো পুরি না হলেও কিছুটা হলেও এই অক্সিজেন দিয়ে মোকাবেলা করা সম্ভব। এবার করোনার সময় প্রতিদিন ১৮০ টন লিকুইড অক্সিজেন চাহিদা ছিলো, আমাদের ঘাটতি ছিলো ২০ টন। ঘাটতি আমরা ভারত থেকে এনে পূরন করতাম। ভারত তা সরবরাহ বন্ধ করে দেয়ায় লিকুইড অক্সিজেনের যে স্বল্পতা এই করোনকালীন সময়ে হয়েছিলো তা আমরা পূরন করছিদেশের ভেতরে যে বিভিন্ন কোম্পানি গুলোতে অক্সিজেন উৎপাদন হতো সেগুলোকে ব্যবহার করা হয়েছে এবং বর্তমানে মজুদ আছে। আমাদের দেশে যত গুলো প্লান্ট আছে সবগুলো আমরা ভরে রেখেছি প্রয়োজনে ব্যবহারের জন্য।
সোমবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারের একটি অডিটরিয়ামে আয়োজিত জনসচেতনতামূলক দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
ডা. এবিএম খুরশীদ আলম আরো বলেন, সারাদেশে কোভিড-১৯ এ মারা গেছেন ১২ হাজার আর শুধু টিবি রোগেই আক্রাহয়ে গত এক বছরে মারা গেছেন ২৮ হাজার মানুষ। এতে আতংকিত না হয়ে এই রোগ প্রতিরোধে আমাদের সচেতনতার বিকল্প নেই। কারণ বর্তমান সরকার এই রোগের চিকিৎসায় বিভিন্ন আধুনিক যন্ত্রপাতিসহ তা প্রতিরোধে সকল ব্যবস্থা নিচ্ছেন। শুধু সঠিকভাবে চিকিৎসা নিলে এবং সচেতনতায় এই টিবি, যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।  
এছাড়াও তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষকে আশ্বস্ত করবেন আপনারা। কারণ আমার কথা উল্লেখ করলে বলবে সে সরকারের লোক, সে তো সরকারের গুনগান গাইবে। কিন্তু আপনাদের কথা হচ্ছে যৌক্তিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। সেমিনারে আওয়ারনেন্স বিষয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন, ডিরিক্টর (এমবিডিসি) এবং এল ডি (টিবিএল) এবং (এএসপি) প্রফেসর ডাঃ মোঃ সামিউল ইসলাম।
সেমিনারে এসময় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মীর মোবারক হোসাইন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, (টিবি) ব্র্যাক এরিয়া সুপারভাইজার সিনিয়র মোহাম্মদ জাফরুল আলম।