ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় কোল্ড ষ্টোরেজ ধ্বসে পাশের ফার্মের ৮ গরুর মৃত্যু
Published : Tuesday, 8 June, 2021 at 1:40 PM
কুমিল্লায় কোল্ড ষ্টোরেজ ধ্বসে পাশের ফার্মের ৮ গরুর মৃত্যুতানভীর দিপু//
কুমিল্লার বুড়িচয়ে ৫০ বছর পুরোনো ৪ তলা ভবন বিশিষ্ট একটি আলুর কোল্ড ষ্টোরেজ ধসে পড়েছে। এতে মানব হতাহতের কোন ঘটনা না ঘটেলেও ৮টি গরু মারা গিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৮ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংলগ্ন এলাকায় উপজেলার কাবিলা বাজারে মোকাম কোল্ড ষ্টোরেজ লিমিটেড এর ভবনটি ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিল্লা ও চান্দিান ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে অংশ নেন।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনর্চাজ আলী আজম কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে আমরা খবর পায় ভবনটি ধসে পড়েছে। এর পর কুমিল্লা ও চান্দিান ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে অংশ নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মানব হতাহতের ঘটনা ঘটেনি। তবে কোল্ড স্টোরেজের পাশে সিয়াম ডেইরী নামে একটি গরুর ফার্মে কোল্ড স্টোরেজের গ্যাসের কারণে ৮টি গরু মায় যায়। ফার্মে থাকা বাকী গরুগুলি নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
কুমিল্লায় কোল্ড ষ্টোরেজ ধ্বসে পাশের ফার্মের ৮ গরুর মৃত্যু
ধসে পড়া কোল্ড ষ্টোরেজ এর মধ্যে ৬৫ কেজি ওজনের ২৮ হাজার ২৭৪ বস্তা আলু সংরক্ষিত ছিল। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

মোকাম ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সী জানান, ভবনটি অন্তত ৫০ বছর আগের। সকালে বিকট শব্দে কোল্ড স্টোরেজের ভবনটি ভেঙ্গে পড়ে।