আগামী ১৮ জুন সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। নিরপেক্ষ ভেন্যুতে ফাইনালে ভারতকে পেয়ে খুশি নিউজিল্যান্ড। ম্যাচটি অনেক বেশি আকর্ষণীয় হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন।
তিনি বলেছেন, ‘এই ফাইনালে খেলার জন্য অনেক দেশ লড়াই করেছে। কিন্তু দুটো দল ফাইনালে এসেছে। বিশ্বের ১ নম্বর দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। ভারত অনেক শক্তিশালী দল। এই দলের গভীরতা অনেক বেশি। নিরপেক্ষ ভেন্যুতে ভারতের বিপক্ষে ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই।.
প্রতিপক্ষ ভারতের বোলিং আক্রমণকে সমীহ করছেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘ভারতের আক্রমণাত্মক বোলিং লাইন-আপ রয়েছে। অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজেই তাদের বোলিংয়ের গভীরতার প্রমাণ পাওয়া গেছে। পেস-স্পিন, দুই বিভাগেই সেরা তারা। তাই সেরার বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ফাইনালের জন্য প্রস্তুতি হচ্ছে নিউজিল্যান্ড। ইতিমধ্যে লর্ডসে ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট ড্র করেছে কিউইরা। আগামী ১০ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ফাইনালের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন স্বীকার করে উইলিয়ামসন বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ। তবে অনেক দিন ধরেই বিশ্ব টেস্ট ফাইনালে খেলার স্বপ্ন রয়েছে।’