ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা পরীক্ষা ছাড়া মিলছে না টিসিবির পণ্য
Published : Tuesday, 8 June, 2021 at 8:56 PM
করোনা পরীক্ষা ছাড়া মিলছে না টিসিবির পণ্যরাজশাহীতে করোনার নমুনা পরীক্ষা ছাড়া মিলছে না টিসিবির পণ্য। করোনা পরীক্ষার পরই পণ্য কিনতে পেরেছেন গ্রাহকরা। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে রাজশাহী নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে টিসিবির গ্রাহকদের করোনা পরীক্ষার পর পণ্য দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীতে তিন দিন ধরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর পাঁচটি স্থানে এ পরীক্ষা চলছে। তবে করোনা পরীক্ষায় মানুষের সাড়া কম। এ কারণে করোনা পরীক্ষায় আগ্রহী করে তুলতে জেলা প্রশাসকের পক্ষ থেকে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পণ্য বিক্রির ট্রাকের পাশে বুথ বসানো হয়।

সেখানে ক্রেতাদের করোনা পরীক্ষা করে টিসিবি পণ্য কিনতে বলা হয়। অনেকেই করোনার অ্যান্টিজেন পরীক্ষার পর টিসিবির পণ্য কিনেছেন। কেউ কেউ পণ্য না কিনে ফিরে গেছেন।

এদিন নগরীর ছয় পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হয়। দুপুরে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে টিসিবির পণ্য কিনতে এসেছিলেন মো. নাদিম হোসেন।

তিনি জানান, টিসিবির গাড়ির পাশে থাকা পুলিশ সদস্যরা করোনা পরীক্ষা করিয়ে পণ্য কিনতে বলছিলেন। সেখানে অনেকেই পরীক্ষা করিয়েছেন। তারপর পণ্য কিনেছেন। আবার পরীক্ষা না করেও পণ্য কিনেছেন। তবে পরীক্ষায় যার পজিটিভ এসেছে তাকে পণ্য দেওয়া হয়নি। তিনি পরীক্ষা না করিয়ে পণ্য কিনেছেন। কেউ কেউ পরীক্ষা করাননি এবং পণ্যও নেননি।

একই এলাকায় পণ্য কিনতে আসেন খোদেজা বেগম। তিনি করোনা পরীক্ষার জন্য বুথের লাইনে দাঁড়ালেও মুঠোফোন নম্বর ছিলো না বলে প্রথম দফায় পরীক্ষা হয়নি। পরে নগরীর উপশহর এলাকা থেকে তিনি হাতের তালুতে লিখে আনেন ছেলের ফোন নম্বর। করোনা পরীক্ষার পর তিনিও টিসিবির পণ্য নিয়ে বাড়ি ফেরেন।

খোদেজা বেগম বলেন, পুলিশ সদস্যরা ফ্রিতে করোনা পরীক্ষা করতে বলছিলেন। তাই করে ফেললাম। এতো সহজে করোনা পরীক্ষা করা যায়; তা আগে ভাবিনি।

টিসিবির রাজশাহী বিভাগীয় কর্মকর্তা মো. রবিউল মোর্শেদ বলেন, করোনার পরীক্ষা বাড়ানোর জন্য বুথের কাছে টিসিবির পণ্য বিক্রির পরামর্শ দিয়েছিলেন জেলা প্রশাসক। এ কারণে বুথের পাশে টিসিবির পণ্য বিক্রি করা হয়। অধিকাংশ ক্রেতাই করোনা পরীক্ষা করে পণ্য কিনেছেন।

রাজশাহী জেলা সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার বলেন, নগরীতে দুই দিন ধরে প্রশাসনের উদ্যোগে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে অ্যান্টিজেন পরীক্ষা করানো হচ্ছে। পরীক্ষায় অনেকের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল হক বলেন, করোনা পরীক্ষায় মানুষকে আরও বেশি আগ্রহী করে তুলতে টিসিবির পণ্য করোনা টেস্টের বুথের পাশে রাখার পরামর্শ দেওয়া হয়েছিলো। এ সময় করোনা টেস্ট করিয়ে তারপর পণ্য কিনতে মানুষকে আগ্রহী করা হয়। তখন করোনা টেস্টে মানুষের ভালো সাড়া পাওয়া গেছে। সেই সঙ্গে অনেকের করোনা শনাক্ত হয়েছে।