ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক ম্যাচেই সৌম্য-মুশফিক মোসাদ্দেকের ফিফটি
Published : Wednesday, 9 June, 2021 at 12:00 AM
অধিনায়ক মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেনের জোড়া হাফ-সেঞ্চুরিতে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো আবাহনী লিমিটেড। আজকের ম্যাচে আবাহনী ৭ উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আবাহনী। ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে আবাহনী টেবিলের তৃতীয় স্থানে। আর সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে গাজী।
ব্যাট হাতে নেমে দলকে দারুন সূচনা এনে দেন গাজী গ্রুপের দুই ওপেনার মাহেদি হাসান ও সৌম্য সরকার। ৯ ওভারে আসে ৭৮ রান। এর মধ্যে ৩২ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করেন মাহেদি। আর গতকালের ম্যাচে ৫৩ রান করা সৌম্য সরকার আজও হাফ-সেঞ্চুরির দেখা পান। ৫০ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিলো। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ। আবাহনীর শহিদুল ইসলাম-আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করতে পারেনি আবাহনী। ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে শুরুর ধাক্কা সামলে ১৮ ওভারেই আবাহনীর জয় নিশ্চিত করেন মুশফিক ও মোসাদ্দেক। চতুর্থ উইকেটে তাদের জুটিতে আসে ৫৮ বলে অবিচ্ছিন্ন ১০৫ রান। ম্যাচ সেরা মুশফিক ৩৫ বলে অপরাজিত ৫৩ রান করেন। ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। অন্যদিকে ২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন মোসাদ্দেক।