ফ্লাইট জটিলতায় সোহেলের দেশে ফেরায় দেরি
Published : Wednesday, 9 June, 2021 at 12:00 AM
আফগানিস্তানের
বিপক্ষে হাতে ব্যথা পেয়ে ম্যাচের ৫৭ মিনিটের সময় উঠে যেতে হয় মিডফিল্ডার
সোহেল রানাকে। শেষ পর্যন্ত তিনি দল থেকেই ছিটকে যান। তার দেশে ফেরার কথা
থাকলেও ফ্লাইট জটিলতায় ফিরতে পারছেন না।
মঙ্গলবার (৮ জুন) রাইজিংবিডিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কাতারে থাকা দলের ম্যানেজার ইকবাল হোসেন।
তিনি
বলেন, 'আমাদের দলের সবার জন্য গ্রুপ টিকিট করা হয়েছিল। এখন রানার জন্য
আলাদা টিকিট পেতে দেরি হচ্ছে। গতকাল (মঙ্গলবার) ফেরার কথা ছিল, কিন্তু
টিকিট না পাওয়ায় ফিরতে পারছে না। আশা করছি দ্রুত হয়ে যাবে।'
কাতার
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ ‘ই’র সর্বশেষ ম্যাচে ওমানের বিপক্ষে
১৫ জুন মাঠে নামবে বাংলাদেশ। ৭টি ম্যাচ খেলে ১টিতেও জয় পাননি জামাল
ভূঁইয়ারা। ৫ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার শেষে। সাফল্য বলতে
আফগানিস্তান ও ভারতের বিপক্ষে একটি করে ড্র। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার
ওপরে আছে কাতার।