চান্দিনা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ
Published : Wednesday, 9 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঙ্গলবার (৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা টাস্কাফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জনপ্রতিনি ও সাংবাদিকদের নিয়ে ওই কর্মশালা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সহযোগিতায় অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহআলম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোসা. আয়েশা বেগম, দোল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন মাস্টার, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. সেলিম প্রধান, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন রশীদ,বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে,এম মামুনুর রশীদ প্রমুখ।