ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরো ৪ জন
Published : Wednesday, 9 June, 2021 at 12:00 AM, Update: 09.06.2021 1:06:16 AM
আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরো ৪ জননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির আরো ৪ নেতা। গতকাল মঙ্গলবার ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণের ৫ দিনে এ চার নেতা ফরম সংগ্রহ করেন। এ নিয়ে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। বাকি ৫ দিনে আরো কতো জন প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তা নিয়ে কৌতহল রয়েছে সচেতন মহলে।
গতকাল ৮ জুন মনোনয়ন ফরম সংগ্রহ করার চারজন হচ্ছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আবদুল জলিল, যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া, বুড়িচং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তরিকত উল্লাহ।
তার আগের দিন ৭ জুন মনোনয়ন সংগ্রহ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুছ ছালাম বেগ, শাবিপ্রবির সাবেক সহ সাহিত্য সম্পাদক ফারুক আহমেদ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এর আগে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণের প্রথম দিন ৪জুন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক এস এম জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষেদের সদস্য হেলেনা জাহাঙ্গীর, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মমিন ফেরদৌস ও আব্দুল মতিন খসরুর সহধর্মিণী সেলিম সোবহান খসরু, প্রাথমিক সদস্য সোহরাব খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: আবু ছালেক (সেলিম রেজা সৌরভ)সহ মোট ৮জন।
দ্বিতীয় দিন ৫জুন মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য জাহেদুল আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ দিদার মো: নিজামুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহিদা বেগম, বড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য মো: শাহ জালাল, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা উপ কমিটির সদস্য আনিসুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবদুল বারী,  বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ মতিন বিএ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: আল আমীন ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ জাহেরসহ ১২জন।
এবং তৃতীয় দিন ৬ জুন মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাহতাব হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হাসান মাহমুদ, স্বাচিপ নেতা নওশের আলম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো: আল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখলাক হায়দারসহ মোট ৬জন।
৫ দিনে আওয়ামী লীগের মোট মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৩ জন।