চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (৯ জুন) সকাল ৮টার দিকে থানার চৌমুহনী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মোস্তফা খাতুন ডবলমুরিং থানার হাজি পাড়া এলাকার আবু তাহেরের স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ডবলমুরিং থানা এলাকা থেকে গাড়ির ধাক্কায় আহত এক বৃদ্ধাকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’