ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউরো কাপ: বেনজেমার চোটে উদ্বিগ্ন ফ্রান্স
Published : Wednesday, 9 June, 2021 at 2:17 PM
ইউরো কাপ: বেনজেমার চোটে উদ্বিগ্ন ফ্রান্সইউরো কাপের প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক এক সপ্তাহ আগে ফ্রান্স শিবিরে অশনি সংকেত। গতকাল মঙ্গলবার (৮ জুন) বুলগেরিয়ার বিরুদ্ধে ইউরোর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় বিশ্বচ্যাম্পিয়নরা। 

ওয়েলসকে প্রথম প্রস্তুতি ম্যাচে হারানোর পর এদিন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বুলগেরিয়াকে ৩-০ গোলে হারাল ফ্রান্স। কিন্তু সেই জয়ে কাঁটা হয়ে রইল তারকা স্ট্রাইকারের চোট।

বুলগেরিয়ার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ম্যাচের ৩৭ মিনিটে চোট পান ফরাসি স্ট্রাইকার। বিপক্ষ ডিফেন্ডার ইভান তুরিতসভের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত লাগে তার। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। পরিবর্ত হিসেবে মাঠে নামেন অলিভিয়ের জিরু। মেডিক্যাল স্টাফেদের সঙ্গে মাঠ ছাড়েন বেনজেমা। তার চোট কতোটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি। তবে ৩৩ বছরের স্ট্রাইকারের চোটে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা ফরাসি শিবির।
কোচ দিদিয়ের দেশঁ ম্যাচের পর জানিয়েছেন, হাঁটুর উপর মাংসপেশিতে আঘাত পেয়েছে বেনজেমা। তার মনে হয়েছে পেশি শক্ত হয়ে গেছে। তাই আমরা আর কোনও ঝুঁকি নেইনি। আপাতত সে মেডিক্যাল স্টাফেদের তত্ত্বাবধানেই রয়েছে। 

উল্লেখ্য, ৬ বছর পর ফ্রান্সের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে করিম বেনজেমার। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৫ জাতীয় দল থেকে বহিষ্কার হতে হয়েছিল তাকে। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে তার চোখ ধাঁধানো গোলস্কোরিং রেকর্ড দেখে তাকে দূরে ঠেলে রাখতে পারেননি ফ্রান্সের জাতীয় দলের কোচ।