ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বসেরার তালিকায় জায়গা পেয়েছে দেশের যে ৪টি বিশ্ববিদ্যালয়
Published : Wednesday, 9 June, 2021 at 6:31 PM
বিশ্বসেরার তালিকায় জায়গা পেয়েছে দেশের যে ৪টি বিশ্ববিদ্যালয়বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় জায়গা পেয়েছে দেশের ৪টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), ব্র্যাক  বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। 

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারলি সায়মন্ডস (কিউএস) এ  তালিকা প্রকাশ করে থাকে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২২’ শীর্ষক বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট ও ঢাবির অবস্থান ৮০১-১০০০তমের মধ্যে। এ নিয়ে টানা চারবার কিউএস র‍্যাঙ্কিংয়ে ৮০১-১০০০তমের মধ্যে জায়গা করে নিল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছে ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান ১০০১-১২০০–এর মধ্যে।