ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু ১৮ জুন
Published : Wednesday, 9 June, 2021 at 6:49 PM
দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু ১৮ জুনআগামী ১৮ জুন থেকে দুবাই-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। করোনাকালীন বিধিনিষেধের কারণে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।

বুধবার (৯ জুন) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মোহাম্মদ কামরুল ইসলামের নই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলার ফ্লাইট প্রতি শুক্রবার দুবাই থেকে ঢাকার উদ্দেশে রাত ১০ টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে।

প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণের বাধ্যবাধকতা রয়েছে।

দুবাই-ঢাকা রুট ছাড়াও বর্তমানে মাস্কট-ঢাকা, দোহা-ঢাকা, কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিঙ্গাপুর, কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে। বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে।