রাজধানীতে প্রকাশ্যে বাসের এক যাত্রীকে মারধর ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুন) বিকাল পাঁচটার দিকে খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত যাত্রী মো. আবির (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মো. আবিরের হাতে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে।
চিকিৎসাধীন আবির জানিয়েছেন, তিনি নারায়ণগঞ্জ চাষাঢ়ায় এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তার বাসা রাজধানীর বনশ্রী এলাকায়। প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার জন্য ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে অসিম পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটিতে সর্বসাকুল্যে চার থেকে পাঁচজন লোক ছিলো। পরে আর যাত্রী না নিয়েই ছেড়ে দেয় বাসটি।
তিনি জানান, বাসটি খিলগাঁও নগদার পাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশে বসা লোকগুলো তাকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা টাকাপয়সা বের করে দিতে বলেন। ঘটনা বুঝতে পেরে তিনি ডাক-চিৎকার শুরু করলে ‘ছিনতাইকারীরা’ তাকে মারধর ও ছুরিকাঘাত করেন এবং তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
এসময় তার চিৎকার শুনে পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলে তিন আরোহী বাসটির পিছু নিলে এই সুযোগে তিনি জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে যান বলে জানান আবির। তিনি অভিযোগ করেছেন, ছিনতাইকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। পরে সেখান থেকে তিনি নিজেই হাসপাতালে আসেন।