ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার ইন্তেকাল
Published : Thursday, 10 June, 2021 at 12:00 AM
কুমিল্লা মুরাদনগর স্থায়ী বাসিন্দা,হালিশহর বি ব্লক নিবাসী বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া (৭৯) গত ২৭ই মে ভোর সাড়ে ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বাদ যোহর বি ব্লক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা শেষে বি ব্লক জাতীয় কবরস্থানে (বিহারী কবরস্থানে) দাফন করা হয়।
এর আগে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে হালিশহর থানা পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়াকে গার্ড অব অনার প্রদান করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষে হালিশহর থানার অফিসার  ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, বিজিএমইএ'র সাবেক পরিচালক আবদুল মান্নান রানা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু তাহের কন্টাকটার,বাংলাদেশ নন-প্যাকার ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাহবুব রানা, যুবনেতা মোশারফ হোসেন দীপ্তি,রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক আমিনুল ইসলাম, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টরস এসোসিয়েশন জেনারেল সেক্রেটারি দোস্ত মোহাম্মদ, রাজনৈতিক ব্যক্তিত্ব মোশারফ হোসেন ডিপটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, মানিক মিয়া ২৯শে মার্চ, ১৯৭১ সালে কালরাতে চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স এ কর্মরত অবস্থায় পাকিস্তানি অনুগত্য ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণ করেন।
পাক সেনারা পুলিশ লাইন্সে বিমান হামলার পর তিনি হয়ে হরিণা বর্ডার হয়ে  ভারত গমন করেন। ভারতের আসাম দূর্গাচৌধুরী পাড়া ট্রেনিং ক্যাম্পে ২ মাস প্রশিক্ষণ শেষে কুমিল্লার মুরাদনগর থানার পাক সেনাদের বিরুদ্ধে বাঙ্গরার যুদ্ধে গৌরবময় ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ড,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুরাদনগর থানা কমান্ড শাখা গভীর শোক জানিয়েছেন।