বুড়িচংয়ে গ্রামীণ উন্নয়নেপর্যটন বিষয়ে অনলাইনে কর্মশালা অনুষ্ঠিত
Published : Thursday, 10 June, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
বুধবার সকালে বাংলাদেশ ট্যুরিজুম বোর্ডের আয়োজনে গ্রামীন উন্নয়নে পর্যটন বিষয়ক বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক সিনিয়র সচিব মিস ইসরাত জাহান কেয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক একটি উপস্থাপনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ম সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, আঞ্চলিক পরিচালক প্রতœতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা ড.মোঃ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্রার মাহাবুব, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু,উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদুল আলম।
আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ,কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোঃ তারেক মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, বন কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান , উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাজহারুল আলম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ বুলবুল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফরিদ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ গোলাম মোস্তফা, মোঃ আবদুল করিম, আলহাজ্ব মোঃ শাহ আলম, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহমান রব, ফজুল হক মুন্সি, মোঃ লালন হায়দার, শাহ কামাল, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আবু ইউসুফ ভূইয়া, অধ্যক্ষ শাহ জালাল মজুমদার, অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ জামশেদুল আলম, মোঃ লিলু মিয়া বিএসসি, মিজানুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বিশেষ করে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বুড়িচং উপজেলার ময়নামতি রানীর বাংলো, ষোলনল ইউনিয়ন এর কোসাইয়াম, ভবানীপুর, বাকশীমুল ইউনিয়ন এর কালি কৃষ্ণপুর পাহাড়ি এলাকায় এবং রাজাপুর ইউনিয়ন এর দক্ষিণ গ্রামে পদ্ম বিলকে ঘিরে গড়ে তুলা যেতে পাড়ে পর্যটন পল্লী। বক্তারা আরও বলেন ময়নামতি ইউনিয়ন এর রাণী বাঙলোর প্রশাসকে খনন করা এবং ময়নামতির মেলাটি বন্ধ হয়ে আছে। বৈশাখী মেলাটির খোলে দেয়ার ব্যবস্থা করলে পর্যটনের সম্ভাবনা বাড়বে। ময়নামতির রাণীর বাঙলোর চার পাশে রয়েছে বিভিন্ন দর্শনীয় নিদর্শন সমূহ। এক কথায় বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে পর্যটনের সম্ভাবনা। তাই এ সমস্ত নির্দশন সমূহ কে পর্যটনের আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে।