ভারতের মুম্বাইয়ে আবাসিক ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছে। বুধবারের এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মালাদ এলাকার আবাসিক ভবনটি ধসে পড়লে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন সেখানে চাপা পড়ে আছে বলে ধারণা উদ্ধারকারীদের।
বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন-বিএমসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবনটির অবকাঠামো খুবই দুর্বল ছিলো। অতিরিক্ত সিপি দিলিপ সাওয়ান্ত জানান, ভবনটি আরেকটি ভবনের ওপর ধসে পড়ে। খবর পাওয়া মাত্রই উদ্ধার তৎপরাত শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের উপ-কমিশনার ভিশাল ঠাকুর বলেন, বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল অভিযান অব্যাহত রেখেছে।’
ভারী বৃষ্টিপাতের কারণে দুর্বল ভবনটি ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।