ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় কৃষকলীগ নেতার বিরুদ্ধে সম্পত্তি দখল পাঁয়তারার অভিযোগে মানবন্ধন ও স্মারকলিপি
Published : Thursday, 10 June, 2021 at 12:00 AM, Update: 10.06.2021 12:47:44 AM
কুমিল্লায় কৃষকলীগ নেতার বিরুদ্ধে সম্পত্তি দখল পাঁয়তারার অভিযোগে মানবন্ধন ও স্মারকলিপিনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় খোরশেদ আলম নামে এক কৃষকলীগ নেতার বিরুদ্ধে এক আইনজীবীর পৈত্রিক সম্পত্তি দখল পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন উর্ধ্বতন দপ্তরে অভিযোগ দায়ের  করেছেন ভুক্তভোগী পরিবার। এছাড়াও এ ঘটনার প্রতিকার চেয়ে বুধবার (৯ জুন) দুপুরে কুমিল্লা টাউনহলের সামনে মহানগর আইনজীবী কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, কুমিল্লা মহানগর কৃষক লীগের সভাপতি খোরশেদ আলমসহ অন্যরা মিলে জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মানিক ভৌমিকের পৈত্রিক ও পারিবারিক সম্পত্তি দখল করে মসজিদ নির্মাণের পাঁয়তারা করছে।  এ পরিকল্পনা বাস্তবায়নে তারা স্থানীয় মুসলমানদের উস্কানী দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে। এসময় বক্তারা, প্রশাসনের দৃষ্টি করে খোরশেদ আলমের বিরুদ্ধে আইনী ব্যবস্থাসহ তাকে দ্রুত গ্রেফতারের জোর দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা দ: জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, মহানগর আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি এড. সাইফুল ইসলাম ভুইয়া,  সাধারণ সম্পাদক এড. সুবির নন্দী বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি চন্দন কুমার রায়, সাধারন সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় সদস্য ইঞ্জি.নারায়ন ভৌমিক, জেলা সভাপতি কৃষিবিদ শ্রী রতন দত্ত, কমল চন্দ খোক ন,মধুসোধন বিশ^াস, ইস্কন কুমিল্লার সভাপতি পিতাম্বর গৌরাঙ্গ দাস, সঞ্চালনা করেন স্বর্ণ কমল নন্দী পলাশসহ প্রমুখ।