পেটের ভেতরে করে ইয়াবা পাচারের দায়ে শহিদুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৯ জুন) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব ১০ এর সহকারী পরিচালক এএসপি সোয়েব বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযানের সময় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে, ইয়াবা তার কাছে নেই বলে দাবি করেন। পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করানো হলে ঐ ব্যক্তির পেটের ভেতরে ১২৯ (একশ উনত্রিশ) পিস ইয়াবার সন্ধান পাওয়া যায়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে নানা প্রক্রিয়ায় দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করতো।