ভারতীয় সিরিজের জোরালো মৌসুম চলছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন নিয়ে প্রতিদিনই ভারতের গণমাধ্যমগুলোর বিনোদন বিভাগ সরগরম। আর সেই সূত্রে মনোজও হয়ে উঠেছেন ‘ওটিটি হিরো’।
আমাজন প্রাইমের ‘ফ্যামিলি ম্যান’-এর পর মনোজ বাজপেয়ি আসছেন নেটফ্লিক্সের ‘রয়’ নিয়ে। আর তা নিয়ে মজার এক টুইট করেছে আমাজন। যার বাংলা করলে দাঁড়াবে- ‘শ্রীকান্ত মশাই (ফ্যামিলি ম্যান-এ তার চরিত্রের নাম), চাকরি বদলানোর কারণে একেবারে বিরাট পরিবর্তন এসে গেলো না?’
জবাবে নেটফ্লিক্স যা বললো, তা বলার আগে আমাজন-এর টুইটের ব্যাখ্যাটা জরুরি। ‘ফ্যামিলি ম্যান’-এর প্রথম সিজনে মনোজকে দেখা যায় ভারতের এক গোয়েন্দা বাহিনির মারকুটে এজেন্টের চরিত্রে। আর দ্বিতীয় সিজনের শুরুতেই দেখা যায় একেবারে পরিপাটি হয়ে নয়টা-পাঁচটার করপোরেট চাকরি করছেন। তো, সিরিজের ভেতর চাকরি বদলানোর সঙ্গে আমাজন এখানে জড়িয়েছে ওটিটি প্লাটফর্মকে। মানে মূলধারার সিনেমার ‘চাকরি’ ছেড়ে মনোজ সাহেব এখন ওটিটির চাকরিতে ঢুকেছেন।
জবাবে নেটফ্লিক্সও মজা করে লিখলো, ‘মনোজ বাজপেয়ি নেটফ্লিক্সে আসছেন! আমরা যারপরনাই খুশি যে আপনি এখন এই ফ্যামিলি’র ম্যান!’
সত্যজিৎ রায়ের চারটি থ্রিলার ঘরানার গল্পের খানিকটা অন্যরকম সংস্করণে তৈরি হয়েছে ‘রয়’। মনোজের সঙ্গে এতে আরও থাকছেন শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, কে কে মেনন, আলি ফজল, দিবেন্দু ভট্টচার্য, হর্ষবর্ধন কাপুর প্রমুখ। পরিচালনা করেছেন অভিষেক চৌবে। নেটফ্লিক্সে ‘রয়’-এর প্রথম সিজন মুক্তি পাবে ১৫ জুন।
সূত্র: বলিউড হাঙ্গামা