ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে অভিবাসীদের কল্যাণে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের সভা অনুষ্ঠিত
Published : Thursday, 10 June, 2021 at 7:27 PM
চৌদ্দগ্রামে অভিবাসীদের কল্যাণে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের সভা অনুষ্ঠিতমজিবুর রহমান বাবলু।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসীদের কল্যাণে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের বিজনেস এডভাইজরি ও ফোরাম কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার অফবিট রিসোর্ট মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের কুমিল্লা আরএসসি ম্যানেজার শুভাশীষ দেবনাথ। বিজনেস এডভাইজরি কমিটি চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ হোসাইন সুমনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যাশা প্রকল্পের চৌদ্দগ্রাম উপজেলা ফিল্ড অর্গানাইজার মোঃ জসিম উদ্দীন, চৌদ্দগ্রাম উপজেলা বিজনেস এডভাইজরি কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক নোমান, ফোরাম কমিটির সভাপতি উম্মে মাখতুম মাহরুজা সুলতানা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুদ, বিজনেস এডভাইজরি কমিটির প্রচার সম্পাদক আবু তৈয়ব রাহাত, ব্যবসায়ী উদ্যোক্তা রেজাউল করিম সবুজ শাহ্, সদস্য অলি আহমেদ মেম্বার, মোসাঃ ফিরোজা বেগম, মাস্টার মুজিবুল হক পাটোয়ারী, বেলায়েত হোসেন তনু, মোহাম্মদ আলী, ডেন্টিস্ট শাহিন আলম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ্, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন প্রমুখ।
সভায় সু-নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডাসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।