অবৈধ সম্পদ অর্জন : স্বামীসহ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা
Published : Friday, 11 June, 2021 at 12:00 AM
জ্ঞাত আয়-বহির্ভূতভাবে ১ কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২১ টাকার সম্পদ অর্জন ও তা ভোগ-দখলের অভিযোগে ঝালকাঠির সাব-রেজিস্ট্রার মোসাম্মৎ ইসরাত জাহান ও তার স্বামী মো. মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১০ জুন) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আরিফ সাদেক।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়-বহির্ভূত ১ কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২১ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। যা দুদক আইনে অপরাধ। এছাড়াও একে অন্যের সহায়তায় দেড় কোটি টাকার সম্পদের অপরাধলব্ধ আয়ের উৎস, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা আড়াল বা লুকানোর লক্ষ্যে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অপরাধ করেছেন।
এ কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও দ-বিধির ১০৯ ধারা, সেই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) মামলা করে দুদক।