Published : Saturday, 12 June, 2021 at 8:03 PM, Update: 12.06.2021 8:04:31 PM
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের চুক্তির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করা হয়েছে। শনিবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ম্যানেজার কম্পিটিশন্স (ক্লাব অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে ২০০৫ সালে বাফুফেতে যোগ দিয়েছিলেন মো. আবু নাইম সোহাগ। ২০১১ সালে তৎকালীন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলের মৃত্যুর পর সোহাগ বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন।
দুই বছরের মধ্যেই আবু নাইম সোহাগ সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পান। ২০১৩ সাল থেকে তিনি দক্ষতার সাথে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
এ ছাড়াও তিনি ২০১৭ সাল থেকে ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের সদস্য, ২০১৯ সাল থেকে এএফসির বিপণন কমিটির সদস্য এবং ২০১৩ সাল থেকে ফিফা ও এএফসির ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবার ২২ থেকে ২৫ জুনের মধ্যে শুরুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রিমিয়ার লিগ এখন বন্ধ আছে।