Published : Saturday, 12 June, 2021 at 12:00 AM, Update: 12.06.2021 12:52:32 AM
তানভীর
দিপু: কুমিল্লায় করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের হার একলাফে দ্বিগুণ
বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার যেখানে ছিলো ৭ শতাংশ,
সেখানে আজ সে হার ১৪ শতাংশের বেশি। জুন মাসে সংক্রমণ শনাক্তের সর্বোচ্চ
মাত্রা এটি। এর আগে গত ১৮ মে একদিনে ১৭ শতাংশের বেশি নমুনা শনাক্তের হারের
তথ্য প্রকাশ করে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া গত ২৪ ঘন্টায় যে ২৩ জন
শনাক্ত হয়েছেন এর মধ্যে ১১ জনই সিটি কর্পোরেশন এলাকার। অর্থাৎ নমুনা
শানাক্তের অর্ধেক কুমিল্লা সিটির বাসিন্দা। কুমিল্লা জেলা স্বাস্থ্য
বিভাগের তথ্য মতে, গত ১০ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন, এর
মধ্যে গত ২৪ ঘন্টা মারা গেছেন ১ জন। মোট মৃত্যু ৪৪৬।
জেলা সিভিল সার্জন
মীর মোবারক হোসাইন জানান, এটাকে উর্দ্ধমুখী সংক্রমণ বলা যাবে না। আরো দু
একদিনের সংক্রমণ শনাক্তের উপর নজর রাখতে হবে। আর যেহেতু হাসপাতালে রোগীর
সংখ্যা বাড়েনি, তাই সংক্রমণ বাড়ছে বলা যাবে না। তারপরও আমরা সচেতন আছি।
এনিয়ে
কুমিল্লা জেলায় সর্ব মোট ১৩ হাজার ১৬ জন করোনা শনাক্ত হয়েছেন, সুস্থ
হয়েছেন ১০ হাজার ৮ শ ৮৩ জন। মোট ৪৪৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে
করোনা দ্বিতীয় ঢেউয়ের শুরুতে গত ঈদ উল ফিতরের আগে করোনা নিয়ে প্রশাসন ও
সাধারণ মানুষের মধ্যে সচেতনতা দেখা গেলেও ইদানিং তা একেবারেই লক্ষ্য করা
যাচ্ছে না। মাস্ক ব্যবহারকারীর সংখ্যাও কমছে তুলনামূলকভাবে। জনসমাগম এড়িয়ে
চলা এবং অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলছেনা কুমিল্লাবাসী।
এদিকে
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা নিয়ে প্রথম থেকেই সতর্কতা জানিয়েছেন
কুমিল্লার বিশিষ্ট চিকিৎসকরা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
ডা. মোঃ মহিউদ্দিন একটি সেমিনারে জানান, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে
আগে থেকেই কুমিল্লায় মাস্ক ব্যবহারের উপর জোর দেয়া উচিত। মাস্ক ব্যবহারে
উৎসাহিত করতে বরং বাধ্য করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান
আবশ্যক।