Published : Saturday, 12 June, 2021 at 12:00 AM, Update: 12.06.2021 12:51:51 AM
মাসুদ
আলম: কুমিল্লায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। পুরো জুন
মাস জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লায় ২৩.৪
মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,
মৌসুমি বায়ুুর কারণে কুমিল্লায় গত দুই-তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত
হচ্ছে। আগামী আরও এক সপ্তাহ জুড়ে কুমিল্লায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো বাসাতসহ
হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জেলার কোথাও কোথাও
মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া
অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, কুমিল্লায় গত দুই/তিন থেকে
মৌসুমি বায়ুুর কারণে থেমে থেমে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত
হচ্ছে। এছাড়া বর্তমানে সাগরে একটি লঘু চাপ বিরাজ করছে। সাগরের এই লঘুচাপ
তৈরি হওয়ার কারণে কুমিল্লাসহ দেশের আরও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের প্রবণতা
আরও বৃদ্ধি পেতে পারে। আগামী আরও এক সপ্তাহ জুড়ে কুমিল্লায় অস্থায়ীভাবে
দমকা/ঝড়ো বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জেলার
কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
তিনি আরও
জানান, মাস জুড়ে মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণে কোন এলাকায় পানি
নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে বন্যা বা জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে। এদিকে
কুমিল্লা তাপমাত্রা কমেছে। শুক্রবার জেলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো
৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে জাতীয় আবহাওয়া সূত্র জানা যায়,
দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) আগেভাগেই এসে গেছে। বাংলাদেশ,
ভারত, তিব্বতসহ চীন, নেপাল ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে গত শুক্রবার-রোববার
থেকে মৌসুমী বায়ু আগমনের সাথে সাথে ক্রমেই বিস্তার লাভ করছে। উত্তর
বঙ্গোপসাগর হয়ে এ অঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় এবং জোরদার হচ্ছে। এর প্রভাবে
বাংলাদেশের অভ্যন্তরে এবং উজানভাগে তিব্বতসহ চীন, ভারত, নেপালে বিশেষ করে
হিমালয় পাদদেশীয় এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীণ ও উজানে
মাঝারি থেকে ভারী বর্ষণে দেশের প্রধান নদ-নদীসমূহের পানি ক্রমেই বৃদ্ধি
পাচ্ছে।
শুক্রবার বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগ এ পূর্বাভাস দিয়েছে।
মৌসুমী
বায়ুর আগমনের সাথে সাথেই বর্ষার আবহ ইতোমধ্যে শুরু হয়েছে। গত তিন-চার দিনে
মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে দেশের অনেক জেলায়। সেই সাথে বজ্রপাত ও দমকা
থেকে ঝড়ো হাওয়ার ঘনঘটা তৈরি হয়েছে। চলতি জুন মাসে দেশে স্বাভাবিক হারে
বৃষ্টিপাতের কথা দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে। তবে গত ডিসেম্বর থেকে
মে পর্যন্ত ছয় মাসে সারাদেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে গড়ে ৮০ শতাংশ কম
বৃষ্টিপাত হয়েছে। গেল তিন মাসে উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টি হয়েছে
স্বাভাবিকের চেয়ে ৬০ শতাংশ নিচে।