'কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপনির্বাচন আওয়ামী লীগের ৩৫ প্রার্থী কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত
Published : Saturday, 12 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম
সংগ্রহ ও জমা করেছেন ৩৫ জন প্রার্থী। নৌকা প্রতিকের আশায় অধিকাংশই এখন
ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে লবিংয়ে ব্যস্ত সময় পার করছে, আর একদিন পরই
দেওয়া হবে নৌকার টিকেট সে আশায় অনেক নাওয়া খাওয়া ছেড়ে নৌকার মনোনয়ন
প্রত্যাশিরা মরিয়া হয়ে উঠেন। কেউবা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর দোয়া ও
সহযোগিতা কামনা করছেন। গত ৪ জুন শুক্রবার থেকে শেষ দিন ১০ জুন বৃহস্পতিবার
পযর্ন্ত রাজধানীর ধানমন্ডীতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়
থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন নেতৃবৃন্দরা। আগামী ১৪ জুলাই এ আসনে
উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণের কারনে
নির্বাচন আরো ১৪ দিন সময় বৃদ্ধি করে ২৮ জুলাই নির্বাচনের সময় বৃদ্ধি করেন
কমিশন । উপ-নির্বাচন উপলক্ষে ৪ জুন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম
বিতরণ শুরু হয়েছে। শেষ হয়েছে ১০ জুন। উল্লেখ্য গত ১৪ এপ্রিল করোনা ভাইরাসে
আক্রান্ত হয়ে মারা যান সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু এমপি। মৃত্যুর এক
সপ্তাহ পর ২২ এপ্রিল এ আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। গত ২ জুন এ
আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয। ফরম বিতরণ ও গ্রহণ একই কার্যালয়ে
অনুষ্ঠিত হয় মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং লোক সমাগম
ছাড়াই প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে
আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কথা থাকলেও অনেক প্রার্থী তা মানেনি। ১০
জুন বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হয়েছে, গত
শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর
রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- প্রয়াত আব্দুল মতিন খসরু
এমপি'র সহধর্মিনী সেলিমা সোবহান খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের
যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক
সভাপতি অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, প্রয়াত আব্দুল মতিন খসরু এমপি'র ছোট ভাই
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস,
কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ শাহ জালাল, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ
চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু জাহের,
মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার
সোহরাব খান চৌধুরী, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক মুক্তিযোদ্ধা ড. এস এম
জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব
জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল
হাশেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
আব্দুল বারী, ডি এল এম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিন এমবিএ, জয়যাত্রা
ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা
অ্যাডভোকেট জাহিদুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা জাতীয় শিক্ষক
অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম
সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের
সাবেক সেক্রেটারী আনিসুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেত্রী এডভোকেট সাহিদা
আক্তার, , সাবেক ছাত্র লীগের নেতা জাহাঙ্গীর আলম সরকার, কেন্দ্রীয়
স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা রেজাউল
করিম জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আল আমিন, উপজেলা আওয়ামী লীগের নেতা
জিয়াউল হাসান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের নেতা আখলাখ হায়দার স্বাচিবের
নেতা নওশের আলম, উপজেলা আওয়ামী লীগের নেতা আল আমিন, সাবেক ছাত্র লীগের নেতা
মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের নেতা আবদুস সালাম বেগ, সাবেক ছাত্র
লীগের নেতা ফারুক আহমেদ, সাবেক ছাত্র লীগের নেতা আবদুল জলিল, মহিলা আওয়ামী
লীগের নেত্রী ফেরদৌসী গাজী ছাত্র লীগের নেতা তরিকত উল্লা সহ ৩৫ জন নেতা
নেত্রী মনোনয়ন সংগ্রহ ও জমা করেন । এ ব্যপারে কয়েকজন প্রার্থীর সাথে কথা
বললে তারা জানান সকলেই শতভাগ নৌকা প্রতীকের কান্ডারী। সুত্রে জানাগেছে
আগামীকাল ১২ জুন কুমিল্লা -৫ এর নৌকা প্রতীকের কান্ডারী নির্বাচিত করবেন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড।