Published : Friday, 11 June, 2021 at 12:00 AM, Update: 11.06.2021 1:19:35 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের উপ নির্বাচনের ভোট গ্রহন
১৪ জুলাই এর পরিবর্তে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই অনুষ্ঠেয় দেশে সকল
সংসদীয় উপ-নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তন এনে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন
কমিশন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একই
সাথে ঢাকা-১৪ ও সিলেট-৩ আসনের নির্বাচনে ভোট গ্রহণেরও তারিখ পরিবর্তস
হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রাথমিক
ভাবে জানা গেছে।
গত ১৪ এপ্রিল এই আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও
সাবেক আইনমন্ত্রী এই আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যু জনিত কারণে
গত ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষনা করা হয়। গত ২ জুন উক্ত সংসদীয় আসনে
উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫
জুন। ১০ জুন ২০২১ বৃহস্পতিবার সকাল বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ
করা হবে। মনোনয়ন বাছাই হবে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩
জুন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪ জুন।