ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে পল্লী চিকিৎসকের জরিমানা
Published : Friday, 11 June, 2021 at 12:00 AM, Update: 11.06.2021 1:18:35 AM
লালমাইয়ে পল্লী চিকিৎসকের জরিমানাপ্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে হাড় ভাঙ্গার চিকিৎসক না হয়েও চিকিৎসা সেবা দেওয়ায় এক পল্লী চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১০ জুন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বাগমারা বিশ শয্যা হাসপাতালের আরএমও ডা : আনোয়ার উল্লাহ উপস্থিত ছিলেন।
উপজেলার বাগমারা বাজারের আলী নেওয়াজ রাজু  তিনি পল্লী চিকিৎসক হয়ে হাড় ভাঙ্গার চিকিৎসা করে আসছিলেন।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব বলেন, উপজেলার বাগমারা  বাজারে হাড়ভাঙ্গার চিকিৎসক না হয়েও চিকিৎসা করায় প্র্যাকটিস পিউলেব অধ্যাদেশ ১৯৮২'র ৩, ৫,৬,৭,৮ এবং ভোক্তা অধিকার ৩৯,৪৪,৫২,৫৩ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আল মদিনা মেডিকেলে বসে চিকিৎসা দিবেনা বলে মুচলেকা দেয় রাজু। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।