ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাতে ছাদ বেয়ে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা ছাত্রের
উদ্ধার করলো ফায়ার সার্ভিস
Published : Friday, 11 June, 2021 at 12:00 AM, Update: 11.06.2021 1:20:08 AM
রাতে ছাদ বেয়ে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা ছাত্রের মাসুদ আলম।।
কুমিল্লা নগরীর রেইসকোর্স বহুতল ভবনের ছাদ বেয়ে পালানোর সময় আটকে পড়া মাদ্রসা ছাত্রকে গভীর রাতে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর রেইসকোর্স ধানমন্ডি এলাকায় ৫ তলা ভবনে এই ঘটনা ঘটে। ওই ছাত্র ভবনের ৫ তলায় অবস্থিত জান্নাতুল মার্কাস মাদ্রাসার ছাত্র। তথ্যগুলো নিশ্চিত করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস অফিসের পদবি লিডার মো. বদিউজ্জামান জানান, বৃহস্পতিবার রাত দেড়টায় খবর শুনে ঘটনাস্থলে যাই। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র ছাদের কাপড় শুকানোর দড়ি দিয়ে ছাদ থেকে নিচে নেমে পালানোর চেষ্টা করে। ৪তলা পর্যন্ত নামার পর ব্যাপারটি বাসার মালিকের চোখে পরে এবং উনি গামছা দিয়ে এই ছাত্রকে গ্রিলে বেধে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস গিয়ে গ্রিল মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, জিজ্ঞাসা করা হলে এই মাদ্রসা ছাত্র বলে সেই পালানোর চেষ্টা করে। তাকে কেউ মারেননি। তার শরীরেও কোন আঘাতের চিহ্ন নেই।