ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিকা আনতে চীনে যাচ্ছে বিমান বাহিনীর ২ বিমান
Published : Sunday, 13 June, 2021 at 12:00 AM
দ্বিতীয় দফায় চীন সরকারের উপহারের ৬ লাখ টিকা রোববার (১৩ জুন) বাংলাদেশে আসবে। এসব টিকা আনতে আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হচ্ছে দুটি সি-১৩০জে বিমান।
শনিবার (১২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র জানায়, রোববার চীনের উপহারের টিকা নিয়ে এসব বিমান ঢাকায় পৌঁছাবে। বর্তমানে এসব টিকা চীনের বেইজিং বিমানবন্দরে রয়েছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মেডিক্যাল ইকুইপমেন্ট দিচ্ছে। টিকা নেওয়ার পর বিমান বাহিনীর পরিবহন বিমানে যত ফাঁকা জায়গা থাকবে, পুরো যায়গা ভরে মেডিক্যাল ইকুইপমেন্ট নিয়ে আসা হবে।
চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়।
গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।
পরে চীনের দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের করোনা সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রোপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।