নিজস্ব
প্রতিবেদক: সবাইকে চমকে দিয়ে কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে আওয়ামী
লীগের মনোনয়ন পেয়ে গেলেন দলের জন্য নিবেদিতপ্রাণ এডভোকেট হাসেম খান। আর এ
চমক দেখালেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। সাফ জানিয়ে
দিলেন, দলের জন্য নিবেদিত কারা আছে তালিকা দাও। ছোট্ট সে তালিকা। আবুল
হাসেম খান, জাহাঙ্গীর খান চৌধুরী, আবদুল মমিন ফেরদৌস, অধ্যক্ষ সেলিম রেজা
সৌরভ ও সাজ্জাদ হোসেন। হাসেম খানকে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা চিনতেন।
নৌকা প্রতীক দেওয়ার পরও উপজেলা নির্বাচনে তাকে হারিয়ে দেওয়ার তথ্য ছিলো
সামনে। দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ছিলেন- গোয়েন্দারা এ তথ্যও পাঠিয়েছে
ঢাকায়। আর এ দিকে কপাল পুড়লো হেভিওয়েট প্রার্থী সাজ্জাদ হোসেন ও অধ্যক্ষ
সেলিম রেজা সৌরভের। প্রার্থী হতে চাওয়া মোট ৩৫ জনের মধ্যে ত্রিশজনের কোন
আলোচনা নেই।
শনিবার বৈঠক হলো গণভবনে। আলোচনা হলো। প্রবীণ নেতা ও দলে
অবদান আছে কার? সে প্রশ্নের মিমাংসায় নাম উঠে এলো হাসেম খানের। শেষ বয়সে
সম্মান জানানো আর আওয়ামীলীগে অবদানের কথা মাথায় রেখে মনোনয়ন দেওয়া হয় হাসেম
খান। বিশ্বস্ত সূত্রগুলো এমনটাই বলছে।
সেই সাথে একটি ম্যাসেজ কিন্তু
দিয়ে দিলো কেন্দ্রীয় আওয়ামী লীগ। বিদ্রোহী হবে তো খবর আছে। দলের হাই কমান্ড
অন্তত এখন থেকে সে সিদ্ধান্তে অনঢ়। আগে কি হয়েছে তা বিবেচ্য নয়। এখন
কিন্তু আর ছাড় নেই।
৬৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান পেশায়
আইনজীবী। ৬৬ সাল থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তিনি। দলের নানা পদ
অলংকৃত করে তিনি এখন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
হাসেম খানের মনোনয়ন পাওয়া বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকায় উত্তপ্ত রাজনৈতিক আবহে এ যেন এক পশলা বৃষ্টির প্রশান্তি।
এ
আসনের উপনির্বাচন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী এ উপ
নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই
হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন
(বুধবার)। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪ জুন (বৃহস্পতিবার)।
উল্লেখ্য, গত
১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা-৫ আসনের ৫ বারের এমপি ও
সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু। মৃত্যুর এক সপ্তাহ পর ২২ এপ্রিল
আসনটি শূন্য ঘোষণা করা হয়। এপর গত ২ জুন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা
করে নির্বাচন কমিশন। ৪ জুন থেকে আওয়ামী লীগের দলীয় মনোয়ন ফরম বিতরণ শুরু
হয়। জুনের ১০ তারিখ পর্যন্ত কুমিল্লা-৫ আসনে নির্বাচনের লক্ষ্যে আওয়ামী
লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন দলটির ৩৫ জন নেতা।
শনিবার (১২) জন
সংসদীয় বোর্ডের সভা শেষে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে আওয়ামী
লীগ। আর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হাসি হাসেন বুড়িচংয়ের প্রবীণ
নেতা উপজেলা আ’লীগের সভাপতি এড. আবুল হাসেম খান।
এদিকে এডভোকেট আবুল
হাসেম খানকে আ’লীগের প্রার্থী ঘোষণার পর বুড়িচং উপজেলা সদরসহ বিভিন্ন
এলাকায় আনন্দ মিছিল করেছেন দলটির নেতৃবৃন্দ। এছাড়াও তাকে অভিনন্দন
জানিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নৌকা
প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ায় এড. হাসেম খানকে শুভেচ্ছা এবং আওয়ামী লীগ
সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন
প্রত্যাশীদের মধ্যে অন্যতম নেতা সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।
এছাড়াও এহতেশামুল হাসান রুমি, আবদুছ ছালাম বেগ, মাহতাব হোসেন, আবদুল জলিলসহ
বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী নেতা হাসেম খানকে অভিনন্দন জানিয়ে তাঁর সাথে
থাকার কথা জানিয়েছেন।
অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, প্রতীার হলো
অবসান। কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন
পেলেন আমার অভিভাবকতুল্য প্রিয় মানুষ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি,
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। অভিনন্দন প্রিয় হাসেম ভাই। আমার
দৃঢ় বিশ্বাস ছিলো আমি নমিনেশন পাবো। রাজনীতিতে আমার অনেক সিনিয়র এবং একজন
বীর মুক্তিযোদ্ধা হিসেবে হাসেম ভাই নমিনেশন পাওয়ায় আমি আনন্দিত। সজ্জন ও
আদর্শবান একজন আওয়ামী লীগ নেতাকে নমিনেশন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী দেশরতœ শেখ হাসিনাকেও অভিনন্দন।