ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রামেক হাসপাতালে তেরো দিনে ১২৫ জনের মৃত্যু
Published : Sunday, 13 June, 2021 at 12:47 PM
রামেক হাসপাতালে তেরো দিনে ১২৫ জনের মৃত্যুরাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুন) জানানো তথ্যে বলা হয়, মৃতদের ছয় জন করোনা পজিটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ নিয়ে গত ১৩ দিনে (১ জুন সকাল থেকে ১৩ জুন সকাল পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১২৫ জন।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় ১৩ জন মারা যান। এদের মধ্যে রাজশাহীর দুই জন, চাঁপাইনবাবগঞ্জের ছয় জন, নওগাঁর তিন জন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। মারা যাওয়া করোনা শনাক্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন ও নওগাঁর একজন ছিলেন বলে জানান তিনি।

এ নিয়ে গত ১৩ দিনে (১ জুন সকাল থেকে ১৩ জুন সকাল পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১২৫ জন। এর মধ্যে ৭০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। ছুটি নিয়েছেন ৩৫ জন। ২৭১ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৯৪ জন। অতিরিক্ত রোগীদের বিকল্পভাবে বেড বাড়িয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নতুন ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাগঞ্জের সাত জন, নাটোরের তিন জন ও নওগাঁর পাঁচ জন রয়েছেন। ভর্তি ২৯৪ জনের মধ্যে রাজশাহীর ১৩০, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০৮, নাটোরের ১৪, নওগাঁর ২৮, পাবনার চার ও কুষ্টিয়ার একজন রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।