ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ভোট দেবেন ইসরায়েলি রাজনীতিবিদরা
Published : Sunday, 13 June, 2021 at 1:12 PM
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ভোট দেবেন ইসরায়েলি রাজনীতিবিদরাইসরায়েলের পার্লামেন্টে আজ রবিবার ভোটাভুটির মাধ্যমে নতুন সরকারের অনুমোদন দেওয়া হবে। এর ফলে বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসন শেষ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আর নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাফতালি বেনেট।

নেতানিয়াহুকে সরাতে আটটি বিরোধী দল মিলে নতুন জোট গঠন করেছে। এই জোটে বামপন্থি, উদারপন্থী, কট্টরপন্থী, জাতীয়তাবাদী ও ধর্মীয় দল রয়েছে। এ ছাড়া দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠনে যুক্ত হচ্ছে একটি আরব ইসলামি দল। পার্লামেন্টে মাত্র একটি আসনে এগিয়ে থেকে নতুন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছে বিরোধী জোট।

ইসরায়েলে গত ২৩ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যা বিগত দুই বছরের মধ্যে চতুর্থ নির্বাচন ছিল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন অর্জনে ব্যর্থ হন। এমতাবস্থায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ জোট সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোটাতে সমর্থ হয়েছেন।