ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২
Published : Monday, 14 June, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার গৌরীপুর-নায়ের গাঁও সড়কের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলামের নেতৃত্বে এস.আই মো: নাসির উদ্দিন, এস.আই মো.নাজমুল হুসেন,এ.এস.আই আনোয়ার হোসেন এবং এ.এস. আই বিপুল চন্দ্র রায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেন।
আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদ পুর গ্রামের জাহেদ আলী'র ছেলে মো.আবু তাহের (২৫) এবং একই উপজেলার একই গ্রামের মো.ইয়াসিন মিয়ার ছেলে মো.সাইফুল ইসলাম (২২)।
অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি সংঘবদ্ধ অজ্ঞাত দশ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন আমরা ঘটনাস্থলে পৌঁছে চারোদিকে ডাকাত দলের সদস্যদের ঘিরে রাখি। দু'জন ডাকাতকে আমরা দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হই। ডাকাতদের থেকে কাঠের লাঠি, লোহার পাইপ, নতুন গামছা, দরি ও সুইচ গিয়ার উদ্ধার করি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।