Published : Monday, 14 June, 2021 at 12:00 AM, Update: 14.06.2021 1:30:45 AM
বশিরুল ইসলাম ।।
কুমিল্লার
বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন
এডভোকেট আবুল হাসেম খান। কুমিল্লা-৫ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের
মনোনয়ন পাওয়া পর রবিবার কুমিল্লায় ফিরে বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর সহচর
আবুল বাশার চেয়ারম্যানের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
এড. আবুল
হাসেম খান বলেন, আসন্ন উপনির্বাচনে জয়ী হওয়ার পর আমার প্রথম কাজ হবে সকলকে
সাথে নিয়ে মাদককে নির্মুল করা। সামাজিকভাবে এই মাদককে প্রতিরোধ করতে হবে।
মাদক নির্মূল করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করা সহজ
হবে।
তিনি বলেন, প্রয়াত আবুল বাশার চেয়ারম্যান ছিলেন আমার এবং প্রয়াত
আবদুল মতিন খসরুর রাজনৈতিক গুরু। তিনি আমাদেরকে সন্তানের মতোই দেখতেন। আজ
বাশার ভাই নেই, খসরু ভাইও নেই। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
কবর
জিয়ারত শেষে এডভোকেট হাসেম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বুড়িচং উপজেলা
চেয়ারম্যান আখলাক হায়দারের পরিবারের সদস্যদের সাথে দেখা করে কুশল বিনিময়
করেন।
এর আগে হাসেম খানের মনোনয়ন পাওয়ার খবরে ময়নামতিসহ বুড়িচং ও
ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ
নেতৃবৃন্দ। এসময় তারা মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।