জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলো নেদারল্যান্ডস। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ডাচরা সোমবার ইউক্রেনের বিপক্ষে ৩-২ গোলের দারুণ এক জয় তুলে নেয়।
গোলশূন্যভাবে প্রথমার্ধের খেলা শেষ হওয়া ম্যাচের পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
ম্যাচের ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন নেদারল্যান্ডসের জর্জিনিও ভাইনালডাম। এরপর ৫৮ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ভাউট ভেগহর্স্ট। ম্যাচ কার্যত সেখানেই শেষ বলে যখন ধরে নিচ্ছিল সবাই তখনই চার মিনিটের ব্যবধানে দুটি গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তোলে ইউক্রেন।
ম্যাচের ৭৫ মিনিটে ইউক্রেনের আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো দারুণ এক গোল করে ব্যবধান কমান। এরপর ৭৯ মিনিটে রোমান ইয়ারেমচুকের গোলে সমতায় ফেরে ইউক্রেন। তবে শেষ পর্যন্ত ম্যাচটি বাঁচাতে পারেনি আন্দ্রি শেভচেঙ্কোর শিষ্যরা।
ম্যাচের ৮৫ মিনিটে ডেনজেল ডুমফ্রিসের গোলে ম্যাচে আবারও এগিয়ে যায় ডাচরা। শেষ পর্যন্ত এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য, নেদারল্যান্ডস পায় ৩-২ গোলের জয়।
প্রথম ম্যাচে দারুণ জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করা নেদারল্যান্ডস নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার অষ্ট্রিয়ার মুখোমুখি হবে।