ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আসল খবর ফাঁস! এরিকসেনের ঘটনায় উয়েফার 'অমানবিক' সিদ্ধান্তে ক্ষোভ!
Published : Monday, 14 June, 2021 at 11:57 AM

আসল খবর ফাঁস! এরিকসেনের ঘটনায় উয়েফার 'অমানবিক' সিদ্ধান্তে ক্ষোভ!ইউরো কাপের শুরুতেই বিপত্তি। গতকাল শনিবার রাতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন হুট করেই মাঠে লুটিয়ে পড়েন। দীর্ঘক্ষণ চিকিৎসার পরও তেমন উন্নতি না হওয়ায় তাকে নেওয়া হয় হাসপাতালে। খেলা অনেক্ষণ বন্ধ থাকে। এরিকসেনের সতীর্থরা তো বটেই, গোটা ফুটবলবিশ্ব দুশ্চিন্তায় ডুবে যায়। কিন্তু ঘণ্টা দুয়েক পর আবারও ম্যাচটি শুরু করা হয়। এতে বিস্ময়ে সবাই হতবাক হয়ে যায়। উয়েফার এমন অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন সাবেক ফুটবলাররা।

প্রায় দুই ঘণ্টা বিরতির পর বাংলাদেশ সময় ১২:৩০ মিনিটে ম্যাচটি পুনরায় মাঠে গড়ায়। প্রাথমিকভাবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। কিছুক্ষণ পর উয়েফার বিবৃতিতে বলা হয়, দুই দলের খেলোয়াড়দের অনুরোধে ম্যাচটি আবার শুরুর সিদ্ধান্ত হয়েছে। এরিকসেন ঠিকঠাক আছেন জেনে তার সতীর্থরা খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু আসল ঘটনা ভিন্ন। জানা গেছে, খেলোয়াড়দেরকে ওই রাতেই কিংবা পরদিন দুপুরে ম্যাচের বাকি অংশ শেষ করার একটিকে বেছে নিতে বলা হয়।

এই খবর ফাঁস হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার পিটার স্মাইকেল বলেছেন, 'এটা উয়েফার খুব খারাপ একটি সিদ্ধান্ত ছিল। তারা একটু সহানুভূতি দেখাতে এবং ভিন্ন কিছুর চেষ্টা করতে পারতো, যা তারা করেনি। এমন ভয়ংকর একটা ঘটনা ঘটল। আর উয়েফা খেলোয়াড়দের কি-না এখন মাঠে নামো নয়তো রোববার দুপুর ১২ টায় খেলার মধ্য থেকে একটি বেছে নিতে বলা হলো। এটা কেমন ধরনের অপশন? কোনোভাবেই গত রাতে ম্যাচ খেলাটা ঠিক হয়নি।'

ডেনমার্ক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মাইকেল লাওড্রপও বলেছেন, 'যখন এমন কোনো ঘটনা ঘটে, তখন আপনি তীব্র কষ্টের মধ্যে থাকবেন। ভুল-ত্রুটি বিবেচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় কেউ থাকে না। ‘আমরা এটা করতে পারি না’ বলার মতো অবশ্যই একজন সেখানে (উয়েফা) থাকা জরুরি ছিল। দুটির মধ্যে তাদের একটি বেছে নিতে বলা হয়েছিল যা কোনো পছন্দের মধ্যেই পড়ে না-হয় আজ রাতে খেল নয়তো কালকে ১২টায়। আমি দুঃখিত, তবে আমি মনে করি এটা কোনো পছন্দ নয়।'