ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভার্চুয়াল আদালতের মাধ্যমে আরও ১৫০১ হাজতির জামিন
Published : Monday, 14 June, 2021 at 12:26 PM
ভার্চুয়াল আদালতের মাধ্যমে আরও ১৫০১ হাজতির জামিনকরোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে সারাদেশের অধস্তন আদালতে একদিনে ৩ হাজার ২৮০টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে এক হাজার ৫০১ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে মোট ৪১ কার্যদিবসে এক লাখ ২৬ হাজার ৩৪৫টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে ৬৪ হাজার ৫৭৬ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।

সোমবার (১৪ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি চলছে। গত ১৩ জুন সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ২৮০টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং এক হাজার ৫০১ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

সবমিলিয়ে ৪১ কার্যদিবসে এক লাখ ২৬ হাজার ৩৪৫টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৬৪ হাজার ৫৭৬ জন হাজতি কারামুক্ত হয়েছেন। জামিনপ্রাপ্তদের মধ্যে এক হাজার ৪৮ জন শিশুও রয়েছে।

এর আগে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট একলাখ ৪৭ হাজার ৩৩৯টি ফৌজদারি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির (শিশুসহ) জামিন মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে অধস্তন আদালতে জামিনের শুনানি হয়ে আসছে।