ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাটোরে মাটি খুঁড়ে মিলল ৩৭৯ রাউন্ড গুলি
Published : Monday, 14 June, 2021 at 1:40 PM
নাটোরে মাটি খুঁড়ে মিলল ৩৭৯ রাউন্ড গুলিনাটোরে মাটি খুঁড়ে রাইফেলের ৩৭৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) সকালে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, সোমবার সকালে বালিয়াডাঙ্গা গ্রামের আয়নুল হক তার জমিতে সেচের জন্য নালা তৈরি করতে যান। এসময় দুই-তিন ফুট গভীরে থ্রি নট থ্রি রাইফেলের এ গুলিগুলো বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে এগুলো উদ্ধার করা হয়।

তবে গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।