
চিত্রনায়িকা পরীমণির নিরাপত্তার স্বার্থে তাকে নজরদারিতে রেখেছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) সকালে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নাসির উদ্দিনসহ ৬ জনকে আসামি করে পরীমণির মামলা
তিনি বলেন, ‘চিত্রনায়িকা পরীমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তার বাসার আশেপাশে নজরদারিতে রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে, আজ বেলা ১২টার দিকে সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলার করেছেন পরীমণি। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নাসির উদ্দিনসহ ৬ জনকে আসামি করে পরীমণির মামলা
এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি। ঘটনাস্থল সাভার থানায় হওয়া অভিযোগটি সাভার থানায় পাঠিয়ে দেওয়া হয়।