ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সামরিক বাহিনীতে যেভাবে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া (ভিডিও)
Published : Monday, 14 June, 2021 at 6:36 PM
সামরিক বাহিনীতে যেভাবে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া (ভিডিও)স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া। এ জন্য নতুন করে আরও ২০টি ইঁদুরকে নিয়োগ দেওয়া হয়েছে। 

দেশটিতে নতুন পুরনো মিলিয়ে মোট ৪৮টি ইদুর স্থলমাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপোপো নামের একটি সংগঠন।

সম্প্রতি স্বর্ণপদকজয়ী মাগাওয়াসহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পরই নতুন করে নিয়োগ দেওয়া হয়। 

তানজানিয়া থেকে আমদানিকৃত এসব ইঁদুরের ঘ্রাণ শক্তি তীব্র হওয়ায় সহজেই মাইন শনাক্ত করতে পারে। ২০১৬ সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করে কম্বোডিয়া। এতে ব্যাপক সাফল্যও পেয়েছে দেশটি। 

বিগত শতকে গৃহযুদ্ধ চলার সময় কম্বোডিয়ায় বিপুল পরিমাণ স্থল মাইন পুঁতে রাখা হয়। ১৯৭৯ সাল থেকে দেশটির স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ।